স্ত্রীর উপর স্বামীর অধিকার স্ত্রীর অধিকারের চেয়ে বেশি। কারণ আল্লাহতায়ালা বলেন, وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ , وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَمَةٌ , وَلَلّهُ عَزِيزٌ “তাদের উপর মানুষের অধিকার ও মর্যাদা থাকা আবশ্যক।” [সূরা বাকারা: 228] স্বামী স্ত্রীর ব্যবস্থাপক। কারণ সুযোগ-সুবিধা প্রদান, শিষ্টাচার শেখানো এবং নারীদের দেখাশোনার দায়িত্ব পুরুষের।
মহান আল্লাহ বলেন,
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّاسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلىٰ بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهُمْ
“আর নারীরা দায়িত্বশীল। এটা এজন্য যে, আল্লাহ তাদেরকে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং পুরুষরা তাদের সম্পদ থেকে তাদের স্ত্রীদের জন্য ব্যয় করে।
[সূরা আন-নিসা: 34] একজন পুরুষের তার স্ত্রীর উপর অধিকারের মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে সে আল্লাহর অবাধ্যতা ব্যতীত সকল বিষয়ে তার স্বামীর আনুগত্য করবে এবং তার সম্পদ ও গোপনীয়তা রক্ষা করবে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি যদি একজন পুরুষকে অন্যকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নারীকে তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম।” [Majaban 13:85] , তিরমিযি, ১১৫৯] অন্য হাদীসে এসেছে, عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَلَمْ تَأْتِهِ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তার সাথে শয্যাশায়ী যদি স্ত্রী তা অস্বীকার করে এবং স্বামী তার উপর রাগ করে রাত কাটায়, তবে ফেরেশতারা তাকে সকাল পর্যন্ত অভিশাপ দেয়।' [বুখারী, 3237]
স্ত্রীর উপর স্বামীর আরেকটি অধিকার হল স্ত্রী এমন কিছু করে যা স্বামীর বৈধ স্বার্থে হস্তক্ষেপ করতে পারে। না, এটা কোনো (নফল) ইবাদতের মাধ্যমেই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: لاَ يَحلُّ لامْرَ أَةٍ أَنْ تَصُومَ وَزَوْجُهَا شَاهِدٌ إِلا بِإِذْنِهِ “স্ত্রীর জন্য নফল রোজা রাখা বৈধ নয়, স্বামীর অনুমতি ব্যতীতও নয়। স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ছাড়া কাউকে তার ঘরে প্রবেশ করতে দেওয়া বৈধ।” [বুখারী, 5195]
স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্যঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর প্রতি স্বামীর সন্তুষ্টিকে জান্নাতে প্রবেশের অন্যতম উপায় বলে মনে করেছেন। عن أم سلمة رَضِيَ اللَّهُ عَنْها قالت قال رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم: أَيُّما امرأَةٍ ماتَتْ وزوْجُهَا عَنْهَا راضٍ دخَلَتِ الجَنَّةَ )أخرجه الترمذي أبواب الرضاع عن رسول الله- صلى الله عليه وسلم-، باب ما جاء في حق الزوج على المرأة، (৩/ 458), برقم: (1161), وابن ماجه, كتاب النكاح, باب حق جوزب على المرونة (1/595), برقم: (1854), دازفه البرقم في دعيف الجامع الصغير وزيادته, برقم: (2227) واقل في سلسلة الضعيفة: منكر, برقم: (1426)।(উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন মহিলা যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট হলে সে জান্নাতে প্রবেশ করবে।” [তিরমিযী, 1161]
সুখী দাম্পত্য জীবন, সুশৃঙ্খল পরিবার, পরোপকারী এবং সমৃদ্ধ স্বামী-স্ত্রীর বন্ধন বজায় রাখার জন্য ইসলাম জীবনসঙ্গীর উপর কিছু অধিকার আরোপ করেছে। স্ত্রী। এখানে গুরুত্বপূর্ণ কিছু দেওয়া হল। স্বামীর আনুগত্য : স্বামীর আনুগত্য করা স্ত্রীর কর্তব্য। তবে শুধু কোনো আনুগত্য নয়, বরং যেসব ক্ষেত্রে আনুগত্যের নিম্নলিখিত তিনটি শর্ত বিদ্যমান।